Description
অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়। ইংল্যান্ডের ব্রিস্টল চ্যানেলের উপকূলে কিশোর জেমস হকিন্স, ওরফে জিম, তার বাবা-মায়ের সাথে তাদের সরাইখানার কাজকর্ম সামলে দিনযাপন করতে ব্যস্ত। হঠাৎ একদিন এক বুড়ো নাবিক একটা বিরাট সিন্দুক সহ তাদের সরাইখানায় এসে হাজির হন, যিনি নিজেকে ‘ক্যাপ্টেন’ বলে পরিচয় দেন। তার আবির্ভাবের পরপরই সরাইখানায় ঘটতে শুরু করে একের পর এক রোমাঞ্চকর ঘটনা, যেসবের মধ্যে জিম নিজেও ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে সে বুঝতে পারে এই বুড়ো ক্যাপ্টেন কোনো সাধারণ নাবিক নন, এবং তাকে ঘিরে যা যা ঘটছে সেসবও নিতান্তই কাকতালীয় নয়। এক রোমহর্ষক অভিজ্ঞতার মধ্য দিয়ে জিমের হাতে আসে একটা গোপন মানচিত্র: একটা অজানা দ্বীপের মানচিত্র, যেখানে এক দোর্দন্ডপ্রতাপ জলদস্যু সর্দার তার বিপুল ঐশ্বর্যভান্ডার লুকিয়ে রেখেছে। এসব রোমাঞ্চকর ঘটনার ঘনঘটায় ক্রমে জিম সঙ্গী হিসেবে পায় তাদের পারিবারিক চিকিৎসক ড. ডেভিড লিভেসি, এবং তার জমিদার বন্ধু জন ট্রেলনিকে। তারা একত্রে সেই গুপ্তধন উদ্ধার করার উদ্দেশ্যে একদল নাবিক নিয়ে জাহাজে চড়ে সেই রত্নদ্বীপ, অর্থাৎ ট্রেজার আইল্যান্ডের অনুসন্ধানে রওনা দেয়। অবশ্য তারা ঘুণাক্ষরেও অনুমান করতে পারেনি যে সেই অভিযানে তাদের জন্য ঠিক কী কী অপেক্ষা করে রয়েছে। শেষ পর্যন্ত কী হয় সেই গুপ্তধনের? জিম এবং বাকিরা কী তা উদ্ধার করে আনতে পেরেছিল? কী ধরণের চাঞ্চল্যকর বিপদের সম্মুখীন হতে হয়েছিল তাদের? রবার্ট লুইস স্টিভেনসনের রচিত সুপ্রসিদ্ধ উপন্যাস ‘ট্রেজার আইল্যান্ড’ এমনই এক দুঃসাহসিক অভিযানের কাহিনী।
Reviews
There are no reviews yet.