Description
আমার অপেক্ষার প্রহর কবে শেষ হবে? আমিও তো তার অপেক্ষায় দিনের পর দিন পথ চেয়ে আছি। সে চলে গিয়েছে, কিন্তু তার অজান্তেই সে যে তার সবটুকু অভয়ব আমার নগ্ন দুই চোখে রেখে গিয়েছে তা কি তার জানা নেই? এই আমি হৃদয় মাঝে তার ও আমার একটা পৃথিবী বানিয়ে, সেই পৃথিবীর সূর্য উঠা তার জন্য থমকে রেখেছি, তার জন্য সেই পৃথিবীর প্রেয়সীদেরকে প্রেমিক থেকে বিচ্ছিন্ন রেখেছি, সেই পৃথিবীর পথে পথে তাকে খুঁজে খুঁজে উলঙ্গ দুই পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি তা কি তার জানা নেই? নিজেকে শান্তনা দিতে কত শত শব্দের সামনে দাঁড়াতে হয় প্রতিদিন। তার আসার খুশিতে আমার মনে যেন বসন্ত এসে হাজির, প্রকৃতির বসন্ত আসতে আরো দিন কিছু দেরী। কি কারনে জানা নেই এই অসময়ে কোকিলের ডাক আসে কানে, তবে কি সে আসবে বলে? নাকি আমিই মনের অজান্তে ভেবে যাচ্ছি মনে মনে? অপেক্ষা করতে করতে দিন গুলো গুনে যাচ্ছি, ঘন্টা, মিনিট আর সেকেন্ডও গুনতে হচ্ছে মনের অজান্তেই। পরে এক কাকডাকা ভোরে নির্ঘুম রাতের শেষে জানালা দিয়ে আকাশ দেখছি, নতুন দিনের আলোয় আলোকিত আকাশ। দূর ফুলের গাছে দুইটা শালিক কি যেন মান অভিমান নিয়ে ব্যস্ত। আমার অপলক তাকিয়ে থাকা চোখকে এক মুহূর্তে নিজের দিকে নিতে পেছনে দাঁড়ানো মানুষটা আমার কাছাকাছি এলো। সে- আমার আসার কথা ভাবছো ?আমি পেছনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। কোন কথা আসছিলোনা মুখে। সে- একটু জড়িয়ে ধরি? অনেক ক্লান্ত আমি। আমি আছড়ে পরে তার বুকে নিজের জায়গাটুকু দখল করে নিতে আর দেরী করিনি। সে-কিছু বলছো না কেন?আমি- এতদিন কোথায় ছিলেন?
Reviews
There are no reviews yet.