Sale!

Mon Ainai Megh

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

Author: Arpita Sarkar

Publisher: Deep

5 in stock

SKU: SCMAMGH Category:

Description

এই শুভময়টা কে তুমি কিছু জানো পারমিতা? মানে ঝুমঝুম কি তোমায় কিছু বলেছে এর ব্যাপারে?”
পারমিতা ক্যাপুচিনোতে হালকা করে চুমুক দিয়ে বলল, ”না আন্টি।”

-আসলে আমি ওকে আনমনে ডায়রিতে লিখতে দেখেছি ‘শুভময়’। স্কুল-কলেজ বা ইউনিভার্সিটির কেউ নয়। তাহলে আমি জানতে পারতাম।

-উৎসবদাও বলল, ওকেও নাকি এই নামটাই বলেছে অরিত্রী। শুভময়কে ফিরে পেতে ও সব ছাড়তে পারে।

ঈশানী অধৈর্যের গলায় বলল, “আমাদের কোনো রিলেটিভদের মধ্যেও নয়। কে এই শুভময়? উৎসব ছেলেটাকেও আমি চিনতাম না, কিন্তু ছেলেটার সঙ্গে একটু কথা বলেই বুঝলাম, বেশ ভাল ছেলে। বিশেষ করে আবেগকে কন্ট্রোলে রাখতে পারে। অরিত্রী ওর সঙ্গে যা করেছে তারপরে উৎসব আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারত। কিন্তু ওর পারিবারিক শিক্ষা যে ভালো সেটা ওর সামান্য কয়েকটা কথাতেই বুঝতে পারলাম। হঠাৎ কী হল ঝুমঝুমের? উৎসবের সঙ্গে ব্রেকআপের কারণটা ঠিক কী, তুমি কি জানো?”
পারমিতা বলল, “আন্টি, ঠাম্মা মারা যাবার মাস দুয়েক পর থেকেই ওর মধ্যে একটু একটু পরিবর্তন লক্ষ করছিলাম। প্রথমে তো ও আপসেট ছিল খুবই। ও ঠাম্মার আদরের ছিল, তাই ভেবেছিলাম বিষয়টা ন্যাচারাল। কিন্তু ও যখন ঠাম্মার অল্পবয়েসে পরা শাড়িগুলো পরে ওরকম সেজে ইউনিভার্সিটিতে আসতে শুরু করল তখন অবাক হলাম। অমন স্টাইল কনসার্নড মেয়ের এ হেন পরিবর্তনটা আমাদের অনেকেরই চোখে লেগেছে। যেহেতু আমি ওর বেস্টি তাই অনেকেই আমায় জিজ্ঞাসা করেছে। আমিও অরিত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, হঠাৎ এমন পুরানো দিনের নায়িকার মত সাজগোজ কেন রে? ও হেসে বলেছিল, একটা পুরানো মানুষের খোঁজ পেয়েছি। বলতে পারিস প্রেমিক পুরুষের খোঁজ পেয়েছি। প্রেম কত পবিত্র হয় তোর ধারণা আছে পারো? নেই তাই না? কারণ এখনও অবধি আমরা যে কটা প্রেম দেখেছি সেটা দুতরফে দেখেছি।কিন্তু কোনোদিনই তারা এক হবে না জেনেও নিঃস্বার্থ ভালবাসা সেভাবে দেখিনি, তাই না?
আমি বলেছিলাম, উৎসবদা তোকে সত্যিই খুব ভালবাসে। অরিত্রী হেসে বলেছিল, বললাম না এ প্রেম সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। এ প্রেমিকের কোনো আকাঙ্ক্ষা ছিল না, শুধুই অর্ঘ্য সাজিয়ে নিবেদনের আগ্রহ ছিল।
সত্যি বলতে কী আন্টি, এত দার্শনিক ভাবনা-চিন্তা ওর মধ্যে আমি আগে দেখিনি। হ্যাঁ, ওর পার্সোনিলিটি আর পাঁচটা মেয়ের থেকে একটু আলাদা ঠিকই, কিন্তু এতটা গম্ভীর ওকে স্কুল থেকে কলেজ কখনও দেখিনি। তারপর তো বেশ বুঝতে পারছিলাম ও আমায় ইগনোর করছে। ওই দায়সারা কথা বলছে। তাও আমি উপযাচক হয়ে কথা বললে উত্তর দিচ্ছে। একটা যেন ঘোরের মধ্যে আছে।
একদিন কথা প্রসঙ্গে বলেই দিল ও এ জীবনের অনেক কিছুই বর্জন করতে চায়। তার মধ্যে উৎসবদা আর আমিও পড়ি। আপনিই বলুন আন্টি, এরপর কোনো আত্মসম্মানী মানুষ অরিত্রীর সঙ্গে কথা বলবে? তাই আমিও সরে গিয়েছিলাম। ওই জাস্ট হাই, হ্যালো ছাড়া কথা হয়নি বিশেষ। ও নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। ওর আড়ালে ওকে নিয়ে যে ক্লাসশুদ্ধু ছেলেমেয়ে হাসে সেদিকে ওর নজর নেই। সেই পাতাকাটা চুল, সেই ব্রোচ লাগানো শাড়ি পরেই আসছে। তারপর শুনলাম উৎসবদাকেও নাকি বলেছে, ওর দূরত্ব দরকার। এই সম্পর্কে ও নাকি হাঁপিয়ে উঠেছে। উৎসবদা প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করেছে।”
কে এই শুভময়? কেন বদলে যাচ্ছে অরিত্রী? উৎসব কি আদৌ খুঁজে পাবে সম্পর্ক ভাঙনের কারণ? অরিত্রীর মনের অলিগলিতে কি আদৌ প্রবেশ করতে পারবে কেউ?

 

বই সম্পর্কিত কথা ‘মন আয়নায় মেঘ’ বইটি একটি উপন্যাসিকা সংকলন। তিনটি উপন্যাসিকা বা নভেলা রয়েছে এই বইয়ে। তিনটি উপন্যাসিকাই মনস্তাত্ত্বিক-প্রেম-সামাজিক জঁরে লেখা। একটা মানুষকে বাহ্যিকভাবে চিনলেও তার মনের খবর যে সম্পূর্ণ এসে পৌঁছায় না সেটা নিয়েই লেখা হয়েছে উপন্যাসিকাগুলি। ‘মন আয়নায় ছবি’-উপন্যাসিকাতে ধীরে ধীরে চোখের সামনে সকলে বদলে যেতে দেখবে অরিত্রীকে। বাবা-মা-বান্ধবী-প্রেমিক সকলের কাছ থেকে সে ক্রমশ নিজেকে সরিয়ে নিতে চাইছে। না একাকীত্ব যাপন সে চায় না। সে খুঁজে চলছে কোনো এক না দেখা শুভময়কে। কে এই শুভময় ? কীভাবেই বা অরিত্রীর আলাপ হলো শুভময়ের সঙ্গে ? তাকে খুঁজতে গিয়ে নিজেকে কেন এভাবে বদলে ফেলছে অরিত্রী? তার মনের আয়নায় কার ছবি ভেসে বেড়ায় চেতনে ও অবচেতনে ? ‘চুপি চুপি’- উপন্যাসিকার নায়িকা চাকরি ছেড়ে নিজের একটা অফিস খুলেছে। সে অফিসে মানুষ নিজের মনের কথা বলতে আসে চুপি চুপি। এমন অনেক মানুষ আছেন যারা ইচ্ছে হলেও নিজেকে উজাড় করতে পারেন না জনসমক্ষে। তাই বলে কি তার কথা জমে না? জমে তো, অনেক কথা জমে। কিন্তু সে কথা কাউকে বলে ওঠার মতো মনের জোর তিনি সঞ্চয় করে উঠতে পারেন না। ‘চুপি চুপি’ তাদের কথা শোনে। এমনভাবেই ঊর্মিলা এসেছিল চুপি চুপির অফিসে। তারপর কীভাবে যেন নানা সমস্যায় জড়িয়ে গিয়েছিল চুপি চুপি। ‘শ্রীকণ্ঠধাম- অল্পবয়সের একটা ছোট ভুলে কীভাবে যেন বদলে যাবে তৃষার জীবন। যে জীবনের আঁচ সে কোনোদিন পায়নি। নিজের মনকে কঠিন শাসনে বশ করার এ পদ্ধতি কে শেখালো তৃষাকে? পরিচিত-পরিজনের থেকে কেন হারিয়ে গেল তৃষা? হারিয়ে যেতে বাধ্য হয়েছিল হয়তো। মন আর মস্তিষ্কের লড়াইয়ে কে জিতবে?

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Mon Ainai Megh”

Your email address will not be published. Required fields are marked *