Description
“হ্যাঁ, এবার যে ঘটনাটা বলব, সেটা একটু অদ্ভুত। কাকার ঘুরতে যাবার খুব শখ ছিল। এবারে একা একা গেছিলেন কেদারনাথের দিকে। কয়েকদিন আগে আমাকে কাকা ফোন করেন। বললেন, ‘পিউ, আমার হাতে খুব বেশি সময় নেই। আমার জীবন বিপন্ন। আমাকে ওরা ফলো করছে। কিন্তু যে জিনিসটার জন্য ওরা আমাকে খুঁজছে সেটা অত সহজে পাবে না। সেটা পেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে।’ আমি অবাক হয়ে বললাম, ‘কী বলছ পরিষ্কার করে বলো।’ ‘অত বলার সময় নেই। তোরা তো সেভাবে কোনোদিনই বাংলাটাকে ভালোবাসলি না। আমি চলে যাওয়ার পর আমার ডায়েরিটা একটু দেখিস।’ বলে কাকার বইয়ের তাকের একটা জায়গা আমাকে বলে দিলেন। তারপরে এও বললেন, ‘২৩ এপ্রিল ১৯৯২ কী যে ঘটেছিল? মনমোহন যে কেন বারীন ভৌমিক হয়ে গেলেন তাও জানি না। চেষ্টা করিস জিনিসটা খুঁজে বার করার। ওটা যে খুঁজে বার করতে পারবে ওটা তারই প্রাপ্য।”
Reviews
There are no reviews yet.