Description
গজেন্দ্রবাবুর অনুরোধে একবার বিভূতিভূষণ পুরী বেড়াতে গেলেন কয়েকজনের সঙ্গে। গজেন বাবুর একজন পান্ডা ছিলেন পুরীতে। উনি প্রায়ই তীর্থ ভ্রমণ করতেন বলে অনেক মানুষের সঙ্গে তাঁর পরিচয় ছিল। তাঁর পছন্দের পান্ডা ছিলেন
ভিতরছ পান্ডা মধুসূদন সিঙ্গার। এঁর কাছেই মন্দিরের চাবি থাকত। তিনি বহুদিন অবধি জীবিত ছিলেন।
মন্দিরে পূজো দেওয়া হল। রাতে প্রসাদ আসবে। সময় টা ঘোর শীতকাল। গজেনবাবুকে বিভূতিভূষণ জিজ্ঞাসা করলেন “তোমার এত শ্রদ্ধা ও ভক্তি যে জগন্নাথদেবের প্রতি, উনি কি যা চাইব তাই দেবেন?”
গজেন বাবু বললেন -” আপনি যদি ভক্তি সহকারে মন থেকে চাইতে পারেন তবে তা ঠিক পাবেন, একবার চেয়েই দেখুন না”। বিভূতিভূষণ বললেন “আচ্ছা এখন তো শীতকাল, আমি তোমার ঠাকুরের কাছে ল্যাংড়া আম খেতে চাই”।
রাতে প্রসাদ পাঠিয়েছেন মধুসূদন পান্ডা তাঁর সহকারীকে দিয়ে। সহকারী বললেন “আজ একটা মজার ব্যাপার ঘটেছে, একজন ভদ্রলোক জগন্নাথদেবের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, মনের আশা পূর্ণ হলে তিনি প্রভুকে আম খাওয়াবেন। তাঁর সেই আশা পূরণ হওয়ায় নিউ মার্কেট থেকে উনি ঠাকুরের জন্যে ল্যাংড়া আম এনেছেন। তার থেকে কিছুটা আপনাদের জন্য নিয়ে এলাম”।
গজেনবাবু তাঁর বড়দার দিয়ে তাকিয়ে বললেন -“কী বুঝলেন?”
পিতা নোহসি
Reviews
There are no reviews yet.