Description
ঔপনিবেশিক শাসনের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলার কৃষক ও সাধারণ মানুষের লড়াই এক দীর্ঘ ইতিহাস। ঔপনিবেশিক বাংলায় গণঅসন্তোষ ও কৃষক বিদ্রোহ গ্রন্থটি সেইসব ন্যায্য বিদ্রোহ ও গণঅসন্তোষের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। ১৭৫৭সালের পলাশীর চুক্তি থেকে সন্ন্যাসী-ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, সাঁওতাল হুল, তিতুমিরের নেতৃত্বে আন্দোলন- এইসব ঘটনা এই বইয়ের মূল আলোচ্য বিষয়। ব্রিটিশ উপনিবেশের শাসনে বাংলার কৃষি, অর্থনীতি এবং সামাজিক কাঠামো কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা গভীর বিশ্লেষণের মাধ্যমে বইটি উন্মোচন করে। বিদ্রোহগুলির অন্তর্নিহিত কারণ, নেতৃত্বের ভূমিকা, এবং সেই লড়াইগুলির তাৎপর্যও বিশদভাবে আলোচিত। তবে এই বিদ্রোহ গুলিকে কালিমালিপ্ত করতে ঔপনিবেশিক শাসক এবং তাদের সহযোগী বুদ্ধিজীবীরা যে অপপ্রচার চালিয়েছিলেন, তা নিয়েও বইটি সচেতন দৃষ্টিভঙ্গি তৈরি করে। লেখক তুলে ধরেছেন কীভাবে সেই সময়ের ইতিহাস লেখকরা প্রকৃত জনইতিহাসকে উপেক্ষা করে শাসকের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছিলেন। এই গ্রন্থটি শুধুমাত্র বিদ্রোহের ইতিহাস নয়, বরং এটি বাংলার জনগণের অদম্য সাহস ও ন্যায়ের জন্য লড়াইয়ের এক প্রত্যক্ষ দলিল। গবেষক, ইতিহাসপ্রেমী এবং সাধারণ পাঠকের জন্য এটি বাংলার গণবিদ্রোহের প্রকৃত ইতিহাস জানার এক অপরিহার্য উৎস।
Reviews
There are no reviews yet.