Description
ওকাকুরা কাকুজো ছিলেন বিশিষ্ট জাপানি চিত্রকর, কবি, দার্শনিক। ১৯০১ সালে ওকাকুরা প্রথম ভারতে আসেন। ভারতে এসে তিনি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ হন। প্রথমবার এক বছর ভারতে ছিলেন তিনি। এর দশ বছর পর ১৯১২ সালে দ্বিতীয়বার ভারতে আসেন ওকাকুরা। তখন তিনি একজন নিঃসঙ্গ এবং অসুস্থ মানুষ। দ্বিতীয়বার ভারতে এসে তার সঙ্গে পরিচয় হয় বিশিষ্ট কবি প্রিয়ম্বদা দেবীর। প্রিয়ম্বদাও খুব নিঃসঙ্গ মানুষ ছিলেন। স্বামী এবং সন্তানকে অকালে হারিয়েছিলেন প্রিয়ম্বদা। ওকাকুরা প্রিয়ম্বদাকে ভালোবেসে ফেলেন। কিন্তু প্রিয়ম্বদার ভালোবাসা ছিল নীরব। একবছর ভারতে কাটিয়ে ওকাকুরা জাপানে ফিরে যাওয়ার পরেও প্রিয়ম্বদার সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ ছিল তার। দুজনে দুজনের ভালোবাসার কথা চিঠিতেই প্রকাশ করতেন। এরা দুজন ছাড়াও এই উপন্যাসে এক মুখ্য চরিত্র রবীন্দ্রনাথ। যিনি সব শোক জয় করে প্রিয়ম্বদাকে সৃষ্টির ভিতর ডুবে থাকতে উদ্বুদ্ধ করেছেন। উপন্যাসটি মূলত এক বিষাদঘন ভালোবাসার কাহিনি।
Reviews
There are no reviews yet.