Description
অসংখ্য দেবতার কল্পনা করেছে। অনেক দেবতারা মুর্তি তৈরি করে পুজো করেছে। আবার কালান্তরে অনেক দেবতার প্রয়েজন ফুরিয়েছে বলে লোকসাধারণ তাঁদেরকে বিস্মৃত হয়েয়ছেন। দেবতা সৃষ্টি ও বিলুপ্ত হওয়ার পাশাপাশি একাধিক লোক-উৎসব, দোকজ রীতিনীতি লুপ্ত হয়ে গেছে। অনেক দেবতার মান মহানা গৌরব পরিবর্তিত হয়েছে। রঞ্জন প্রন্থটির শুটি ভাগ। প্রথম ভাগে রয়েছে, লুপ্ত ও লুপ্তপ্রায়। দেবতার স্মৃতি ও সন্ধান, লুপ্ত বর্ণাঢ্য লোক-উৎসবের বিবরণ। পোড়ামাটির পৃত্ত ও লুপ্তপ্রায় দেবদের্শীর বর্ণনা। বৈদিক পৌরাণিক: ও লৌকিক স্তরের অসংখ্য লুপ্ত ও লুপ্তপ্রায় দেবতার কথা। বাংলার হারিয়ে যাওয়া লোক- উৎসব রীতি নীতির কথা। দ্বিতীয় পর্বে আছে খুঁটিদেরতা, পেশাজীবীদের দেবতা, শাসনদেবতা, যক্ষ যঞ্চী, আসুরীদেবী, বর্ষপুত্রিজ, সুবাদেবী পঞ্চাদুর নৈগামেশ ইত্যাদি বিলুপ্ত দেবতা সংক্রান্ত মনোজ আলোচনা। কীভাবে বিলুপ্ত দেবতার স্মৃতি আজও টিকে আছে লোকায়ত ভরের দেবদেবীর পুজোর মলে নেই বিষয়ে আলোকপাত করা হয়েছে ক্ষেত্রসমীক্ষায় নিরিখে।
Reviews
There are no reviews yet.