Description
ছোট্ট, কবিতাটির নাম ছিল ‘খুনি’। কবিতাটি এরকম- কখনো সামনে আসে না/ কক্ষনো না/ তার সার্থকতা আড়ালে থাকা/ মূলত সে অদৃশ্য প্রাণী/ যেমন, কোনো কিছু উড়ে গেলে সেই উড়ে যাওয়াটাই ঝড়ের আকার/ যেমন, কবিতা’।
একরাম আলি নিজেকে এবং কবিতাকে দেখেছেন এইভাবে। সেই কবে. উনিশশো তিরাশি সালে, বেরিয়েছিল তাঁর প্রথম কবিতারই ‘অতিজীবিত’। যদিও পত্রপত্রিকায় ছাপা শুরু তারও দশ বছর আগে থেকে। তারপর যত কবিতাগ্রন্থ প্রকাশ পেয়েছে, তাঁর আড়ালে থাকা’র সংকল্প দিন দিন বেড়েছে।
প্রকৃত অর্থে বস্তুর রং, রূপ আর স্বভাবের বিবর্তনের সন্ধানী তিনি। দুই বস্তুর মাঝে যে-শূন্য, তার সংকোচন আর বৃদ্ধি, তার অনন্ত অন্ধকার তিনি দেখেন অতি ক্ষুদ্র এক প্রাণীর চোখে। যে-প্রাণী কখনো মানুষ, কখনো পোকা, কখনো-বা হেলে সাপ, এবং তাদের নিবিড় সম্পর্ক, মায়া, পরস্পরবিরোধী হাহাকারের বিবরণ লিপিবদ্ধ করেন। বহু বছর কলকাতাবাসী হয়েও তাঁর লেখায়। বারবার ঢুকে পড়ে এক অবদমিত গ্রামজীবনের কথা, বীরভূমের যে-ছোট্ট গ্রামে গত শতকের মাঝামাঝি তিনি জন্মেছিলেন। আর বেড়েও উঠেছিলেন সেই গ্রামে। প্রকৃতির আর রাষ্ট্রের খামখেয়ালিপনার মাঝেও স্ফূর্ত নীল মাছির ওড়াউড়ি তাঁকে দিয়েছিল গোপন মুক্তি, যে-মুক্তির স্বাদ তিনি পান শহরের নর্দমায়, গভীর রাতের বারান্দায়, ফিচেল অটো রিকশার দ্রুত ছুটে যাওয়ায়। এইসবই লিপিবদ্ধ রয়েছে। তাঁর কবিতায়। এই সবকিছু নিয়েই প্রকাশিত হল একরাম আলির কবিতা সংগ্রহ’।
Reviews
There are no reviews yet.