Description
শ্যামলকান্তির কবিতা শ্যামলকান্তিরই মতো। তার তুলনা সে নিজেই।’ —বলেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। শ্যামলকান্তি দাশ একালের একজন খ্যাতনামা কৰিব। অদ্ভুত এক কাব্যভাষায় লেখা তাঁর কবিতায় ‘গ্রাম জীবনের এমন সব ছবি ফুটে উঠেছে যা ইতিপূর্বে বাংলা কবিতায় লক্ষ্য করা যায়নি। ‘যাচ্ছি বনে ভাদর মাসে বাঘ কুড়োতে/আমরা ক’জন স্বভাবকালো গাঁয়ের ছেলে/এঁড়ি গোপাল গেঁড়ি গোপাল/আমরা ক’জন পেছনপাকা দেখতে পাচ্ছি নয়ন মুদে/ফাঁকফোকরে থোম্বা মেরে আছেন তিনি’। 64/2 গাছ, গেঁড়ি-গুগলি, পানা-পানিফল, পাঁক-শালুক, রক্তমুখ শামখোলের ছানা, নবীন ধাওড়া, গাওয়াঙের লতাপাতায় ঘেরা মেদিনীপুর গ্রাম চিহ্নিত হয়ে রয়েছে তাঁর নিজস্ব কাব্যভাষায়।
Reviews
There are no reviews yet.