Description
জন্মশতবর্ষে চলচ্চিত্র পরিচালক তপন সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গ্রন্থ। তাঁকে নিয়ে আলোচনা তাঁর সৃষ্টির তুলনায় অনেকখানি কম। তিনি চিরকালই চলচ্চিত্র ও সাহিত্যের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলেছেন। তাঁর মতে, চলচ্চিত্রে নানা পরীক্ষা-নিরীক্ষা হলেও শেষপর্যন্ত একটি আখ্যানের মধ্য দিয়েই চলচ্চিত্রের স্বতন্ত্র ভাষা প্রকাশ পায়। আখ্যানের মধ্যে যে ঐশ্বর্য আছে তার লাবণ্যকে তিনি পর্দায় প্রকাশ করেছেন। ‘তপন সিংহ: চলচ্চিত্রে আখ্যানের ঐশ্বর্য’ গ্রন্থটিতে তাঁর ছবির মধ্যে আখ্যানের অনিবার্য প্রয়োগ, সাহিত্যের চমৎকার চলচ্চিত্রায়ণ, বাঙালিয়ানা, সংগীতের মাধুর্য প্রভৃতি বৈশিষ্ট্যকে প্রবন্ধগুলির আলোচনার ভিতর আনা হয়েছে। চন্ডী মুখোপাধ্যায়, সঞ্চয় মুখোপাধ্যায়, মানবেন্দ্রনাথ সাহা, অমিতাভনাগ, মধুলিকা লিডলে প্রমুখর লেখা গ্রন্থটিকে আলাদা মাত্রা দিয়েছে। সঞ্জয় মুখোপাধ্যায় তাঁর ছবিতে মধ্যবিত্তের দেনাপাওনা, ধনঞ্জয় মণ্ডল তাঁর ছবির বিষয় বৈচিত্র্য, অমিতাভ নাগ তাঁর ‘বিবেক চিত্রত্রয়ী’, মানবেন্দ্রনাথ সাহা ‘নির্জন সৈকতে’ ছবির কাব্যময়তা এবং ‘আদালত ও একটি মেয়ে’ ছবিকে বর্তমান সময়ের তাৎপর্যে আলোচনা করেছেন। অতনু রায় তাঁর ছবিতে রবীন্দ্র সংগীতের ব্যবহার এবং সুমন ভট্টাচার্য ছবিতে কমেডির অভিনবত্ব দেখিয়েছেন। তরুণ ন’জন চলচ্চিত্র সমালোচকের তরতাজা লেখা পাঠকের ভালোলাগবে। গ্রন্থটির পরিশিষ্ট অংশে রয়েছে চলচ্চিত্রপঞ্জি, নিজের হাতের লেখায় ‘জীবিত ও মৃত’ ছবির চিত্রনাট্য এবং ছবির নানা পোষ্টার। এর বাইরে তপন সিংহের ইমেজ, সিনেমার স্টিল গ্রন্থটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আমাদের বিশ্বাস। তপন রায়ের করা প্রচ্ছদটি বইটিকে নান্দনিক করে তুলেছে। প্রচ্ছদের ছবি দিয়ে সাহায্য করেছে ‘তপন সিংহ ফাউন্ডেশন’।
Reviews
There are no reviews yet.