Description
লেবেদেফ বাংলায় নাটক মঞ্চস্থ করতে গিয়ে যত ধারাবাহিক ষড়যন্ত্র, অত্যাচার, আইনগত হয়রানির স্বীকার হয়েছিলেন— বাঙালির তাঁকে নিয়ে আগ্রহ ও সন্ধিৎসা অত্যন্ত স্বাভাবিক। তবু মহাদেব সাহার লেবেদেফ সংক্রান্ত মূল্যবান সম্পাদনা-গবেষণা, হায়াৎ মামুদের লেবেদেফ চর্চার মহাগবেষণা বা সাম্প্রতিকে আরও কিছু বই প্রকাশিত হলেও লেবেদেফ চর্চার ধারাবাহিকতার অভাব সন্ধিৎসু পাঠকের নজরে পড়তে বাধ্য।
অথচ লেবেদেফের আত্মজীবনী বিতর্ক, প্রতিকৃতি বিতর্ক, কৌতূহলদ্দীপক পরিব্রাজক জীবনের তথ্য স্বল্পতা আমাদের অধিকতর অভিনিবেশ দাবি করে। লেবেদেফের দীর্ঘ ও বিচিত্র জীবনের তথ্য-উপাদানগুলিকে যথাযথভাবে ব্যবহার করে লেবেদেফের জীবন ও কর্মের প্রেক্ষিতে অন্তর্লীন মানুষটিকে আবিষ্কার করার চেষ্টা হওয়া অত্যন্ত জরুরি ।মানুষেই যে ইতিহাসের অন্তর্লীন চালিকাশক্তি, অন্তত তার প্রতি বিশ্বস্ততার জন্য। শতঞ্জীব রাহা এই বইয়ে অনুসন্ধিৎসা, পরিশ্রম ও অনুভবে লেবেদেফের জীবন ও কর্মের অনেক নতুন তথ্য উন্মোচন করে নাট্যসন্ধিৎসু, নাট্যোদোগী ও ভারততাত্ত্বিক লেবেদেফের পুনর্মূল্যায়নের পরিসর তৈরির প্রয়াস করেছেন।
Reviews
There are no reviews yet.