Description
মহাত্মা গান্ধীকে খুন করেছিলেন নাথুরাম গড্সে। কিন্তু সদ্য স্বাধীন ভারতবর্ষ নামক উপমহাদেশের প্রথম রাজনৈতিক হত্যাকান্ডটির পরিকল্পক ছিলেন কি নাথুরাম একাই? নাকি নেপথ্যে ষড়যন্ত্রের চিত্রনাট্য রচনায় হাত ছিল আরও কারও? কার? জওহরলাল নেহরুর? মোরারজী দেশাইয়ের? লর্ড মাউন্টব্যাটেনের? মহম্মদ আলি জিন্নার? বীর সাভারকারের? গোপন জবানবন্দীতে নাথুরাম কার নাম বলেছিলেন? ‘গান্ধীহত্যার ষড়যন্ত্র ও নেপথ্য নায়কেরা ধামাচাপা পড়া সেই চক্রান্তের চিত্রনাট্যের শিকড় ছোঁবার এক দুরূহ প্রচেষ্টা।
Reviews
There are no reviews yet.