Description
মীরার জীবন অভ্যস্ত
রহস্যময়। মহাপ্রভু শ্রীচৈতন্য এবং মীরা-র মতো মহান বৈষ্ণব সাধকদের জীবন যেভাবে আমাদের সামনে তুলে ধরা হয়, প্রকৃত অর্থে তা একটি প্রলেপ ছাড়া আর কিছুই না। এই প্রলেপ কিংবা আচ্ছাদনের ভেতরের জীবনটি তুলে ধরার জন্য রাজস্থান তথা বৃন্দাবনের প্রত্যন্ত অঞ্চলে ছুটে গেছিলাম। এই দীর্ঘ গবেষণার ফসল “মীরা”। আমি এই গ্রন্থ রচনার জন্য বিভিন্ন হিন্দি, ইংরেজি, বাংলা এবং সংস্কৃত গ্রন্থের সহায়তা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। এদের মধ্যে মীরাপন্থী সম্প্রদায়ের মানুষ যেমন আছেন, তেমনি চিতোর দুর্গের দীর্ঘদিন ধরে যেসব পরিবার বসবাস করছেন, মেড়তার সাধারণ জনগণের কয়েকশো বছরের ধ্যান ধারণাকেও কাজে লাগিয়েছি। “মীরা” মীরাবাঈ-এর জীবনের ওপর লেখা প্রথম ঐতিহাসিক, তথ্যনির্ভর জীবনী গ্রন্থ।
Reviews
There are no reviews yet.