Description
প্রায় হাজার বছর আগে ভূমিকম্প এবং জলোচ্ছ্বাসের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল প্রস্তর নগরী পেট্রা। সেই প্রাচীন পেট্রার বর্তমান অবস্থান আজ থেকে দুই শতাব্দী আগেও সবার অজানা ছিল। সেই নগরী আবিষ্কারের প্রত্যয় বুকে নিয়েই ১৮১৯ সালে ঘর ছাড়লেন এক যুবক, সুইজ ঐতিহাসিক। পেট্রা ও ভারতবর্ষের বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে লেখা ঐতিহাসিক থ্রিলার।
Reviews
There are no reviews yet.